২৩ মার্চ ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ওইদিন সকাল ১১টায় ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট অডিটোরিয়াম। তাছাড়া হলগুলোর সভা স্ব স্ব হল সংসদ রুমে অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সভা শেষে মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ২৩ মার্চ আলাদাভাবে ডাকসু ও স্ব স্ব হলের প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রত্যেক হল সংসদে একজন ও ডাকসুতে একজন করে শিক্ষকদের থেকে ট্রেজারার নিয়োগ দেবেন ভিসি।
প্রসঙ্গত, প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন হলগুলোর ভোটকেন্দ্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয় ছাত্রলীগের প্যানেল। এছাড়াও ১৮টি হল সংসদের ১২টিতে জয়ী হয় সংগঠনটির প্যানেলে দাঁড়ানো নেতারা। বাকি হলগুলোর ভিপি জিএসসহ বেশ কিছু পদে জয়ী হয় স্বতন্ত্ররা। আর ডাকসুর সহ-সভাপতিসহ (ভিপি) দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জয়ী হয়।
এদিকে, এ নির্বাচন বর্জনের পর পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে ৫টি প্যানেল। সোমবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ করে দুুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তারা ভিসি কার্যালয়ের সামেন অবস্থান করেন বিক্ষোভ দেখান। ৫ প্যানেল গুলো হলো— বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।