ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসিকে দিলেন শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ১২:৩৪ PM , আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে তুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে ফের নির্বাচনের দাবিতে অনশন করা কয়েকজন শিক্ষার্থী সেগুলো ভিসির নিকট তুলে ধরেন। এসময় বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাবি ভিসি।
ভিসির নিকট প্রমাণ তুলে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, রবিউল ইসলাম , রাফিয়া তামান্না, শুয়েব মাহমুদ অনন্ত, তাওহিদ তানজিম ও মাইন উদ্দিন।
মাইন উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা উপাচার্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দেওয়া ডকুমেন্টগুলো খতিয়ে দেখবেন। তদন্ত কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন।’
তিনি বলেন, ‘আমরা যে অভিযোগ দিয়েছি তিনি এগুলোর জাস্টিফিকেশন এভাবে করছেন যে, ২৮ বছর আগে যে নির্বাচনগুলো হত সেগুলোতে রক্তারক্তি হত, হানাহানি হত, এম্বুলেন্সের সারি আসত। মাথা দিয়ে যে রক্ত আসত তিনি হাত দিয়ে তা দেখিয়েছেন। তিনি বলেছেন, হানাহানি যে হয়নি- তাই এই নির্বাচন বেটার।’