ডাকসু অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ সোমবার
ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হবে সোমবার। ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সভাতে অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হবে বলে জানা যায়।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সোমবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির মিটিং আছে। সেখান নির্ধারিত হবে কবে ডাকসু ও হল সংসদের নতুন নেতৃবৃন্দদের অভিষেক অনুষ্ঠান হবে।’
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বন্ধ থাকার পর ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয় ছাত্রলীগ। এছাড়াও ১৮টি হল সংসদের ১২টিতে জয়ী হয় সংগঠনটির প্যানেলে দাঁড়ানো নেতারা। বাকি হলগুলোর ভিপি জিএসসহ বেশ কিছু পদে জয়ী হয় স্বতন্ত্ররা। আর ডাকসুর ভিপিসহ দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জয়ী হয়।
এদিকে, নির্বাচনের দিন হলগুলোর ভোটকেন্দ্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ফের নির্বাচনের তফসিল ঘোষণার আল্টিমেটাম শনিবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের সাড়া না পাওয়ায় ফের পাঁচ দফা দাবিতে সোমবার ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো।
রবিবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। তাদের দাবিগুলো হলো— ডাকসু নির্বাচন বাতিল; পুনঃতফসিল দেয়া; উপাচার্যের পদত্যাগ; মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার। নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র জোট থেকে ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান।