১৭ মার্চ ২০১৯, ১৩:২৯

রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের ভালোবাসা চাই: নুর

গণভবনে প্রধানমন্ত্রী নুরের মাথায় হাত বুলিয়ে দেন  © সংগৃহীত

‘কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সুদৃষ্টি নয়, সাধারণ মানুষের ভালবাসা ও সমর্থন নিয়েই সামনে আগাতে চাই। আস্থা ও বিশ্বাস রাখুন’— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কয়েকটি শব্দের স্ট্যাটাস দেন ডাকসু’র নবনির্বাচিত ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুলহক নুর। রবিবার দুপুর ১ টার দিকে নিজের ফেসবুক পাতায় স্ট্যাটাসটি দেয়ার পর চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পোস্টটির কমেন্ট বক্স ভরে যাচ্ছে বিভিন্ন পক্ষ-বিপকের মন্তব্যে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। এ সময় আবাসন সঙ্কটসহ শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। ঢাবি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌছেন।

এদিকে, নানা অনিয়ম ও অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নিজেকে ভিপি পরিচয় দেয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর। বুধবার বিশ্ববিদ্যারয়ের ‍উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এই কথা জানান নুর। এ সময় তার সঙ্গে নির্বাচন বর্জন করা ৫টি প্যানেলের ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

নুর বলেন, নির্বাচনে যথেষ্ট অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছি; কিন্তু তিনি বলেছেন, তিনি অসহায়। নির্বাচনের দিন অনিয়মগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ছাত্রলীগের কর্মীরা ভোটে দিয়ে আবার লাইনে লাইনে। তাদের চিহ্নিত করার সুযোগ ছিল না।

নুরুলহক নুরের ফেসবুক স্ট্যাটাস

 

কিন্তু ডাকসু’র নবনির্বাচিত ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুলহক নুর গণভবনে দেয়া তার ভাষণে ফের নির্বাচনের কোন দাবি তুলেননি। ফলে এই নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন তাহলে, ভিপি নুর গণভবনে গিয়ে অনিয়ম ও কারচুপির নির্বাচন মেনে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে মুহাম্মদ শামীম নামের একজন লিখেন, ‘গতকালকের বক্তব্য ডাকসুর ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করেছে। এজন্যই কি লোকে বলে রাতের ভোটে কোটায় নির্বাচিত ভিপি।’

ইয়কুব বিন আলী নামের আরেক জন লিখেন, ‘নুরু ভাই আপনাকে ওরা ইমরানের (গণজাগরণ মঞ্চের মুখপাত্র) মত কাছে টেনে নিচ্ছে। আপনি তাদের প্রলোভোনে পা দিবেন না। ওরা এ দেশের কোন রাজনীতিবিদদের সৎ থাকতে দেইনি। আমি কোনো রাজনীতি পছন্দ করি না। আপনি যেটা করছেন আমি সেটাই পছন্দ করছি। আই লাভ ইউ ভাই।’

সুমন এসপিএস নামের অ্যাকাউন্ট থেকে একজন মন্তব্য করেন, ‘নুরুল হক নুর ভাইয়ের কাছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রী অনেক আশা করে আছে। যদিও তিনি শুধু ডাকসুতে কাজ করবেন, তারপরও দেশের বিভিন্ন জায়গায় অনেক সুফল পাবেন। যেমন কোটা আন্দোলনের ফল কি শুধু ডাকসুর জন্য? না সেইটা সবার জন্যই। এ রকমভাবে পরোক্ষভাবে অনেক উপকার হবে। তবে তাকে কিছু রাজনিতিগত কৌশল নিতেই হবে। তার মানে এই না যে, সে সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। ভাই, কিছু করতে হলে অনেক কিছুই করতে হয়। যারা এই কৌশল বুঝতে পারে নাই, তারাই কেবল এমন মন্তব্য করে। ভাই, এগিয়ে যান, আমরা পাশে আছি।’