১৬ মার্চ ২০১৯, ২১:৩৩

ভর্তি জালিয়াতদের বহিষ্কার দাবি আখতারের

গণভবনে বক্তৃতা করছেন আখতার হোসেন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে তাদের প্রত্যককে বহিষ্কারের দাবি জানিয়েছেন ডাকসু নব নির্বাচিত সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানান তিনি। এছাড়া প্রশ্নফাঁস ও জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া সকল শিক্ষাথীকে বহিষ্কারে বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

শনিবার  বিকেল সাড়ে পাঁচটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা।  এ সময় ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতের বিরুদ্ধে অনশনকারী ও ডাকসুর নব নির্বাচিত সমাজসেবা সম্পাদক আখতার হোসেন তার বক্তব্যে এ আশা ব্যক্ত করেন।  এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌছেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অন্তরায় হিসেবে সারা বাংলাদেশে প্রশ্নফাঁস ও জালিয়াতি মহামারি আকার ধারণ করেছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা আশ্বাস আছে, সেই জায়গা থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮০ জন হোক ৮০০ জন হোক যতজন আছে প্রত্যেকে বহিষ্কার করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন।’