১৬ মার্চ ২০১৯, ২০:৫৩

প্রধানমন্ত্রীর কাছে শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসন চাইলেন নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসা ডাকসু ভিপি নুরুল হক নুর  © বাসস

আবাসন সঙ্কটসহ শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। ঢাবি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে শনিবার  বিকেল সাড়ে পাঁচটার দিকে গণভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। এ সময় নুরুলহক নুর তার বক্তব্যে এ আশা ব্যক্ত করেন। এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌছেন।

প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে নুর বলেন, ‘আপনি আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আপনার সহযোগিতায় আমরা ডাকসুকে কার্যকর করে গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় কাজ করবে ডাকসু। তিনি শিক্ষার্থীদের তীব্র আবাসন সঙ্কটের কথা তুলে ধরেন। এই সমস্যা সমাধানের দাবিও জানান তিনি।

তিনি বলেন, ‘ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনাকে (শেখ হাসিনা) দেখে আমার মৃত মায়ের কথা মনে হচ্ছে। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।’ বক্তব্যের শেষে নূর উঠে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী তাকে আশির্বাদ করে দেন। পরে প্রধানমন্ত্রী নূরকে তার পাশে বসিয়ে বক্তব্য দেন।

এদিকে, দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেল। তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।