কারা ভোট দিয়েছে বা দেয়নি তা দেখার দরকার নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM , আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৮:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নবনির্বাচিত নেতাদের সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিবেচনা করলে চলবে না। তোমরা যারা নির্বাচিত হয়েছো তারা ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্ব করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে সাক্ষাতের পর তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দেন। নিজের ভিপি হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছি। কোনো গুলি বা বোমার আওয়াজ শুনতে চাইনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা চাই ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন হোক।