কাল গণভবনে যাচ্ছেন নুর
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি পদে নির্বাচিত কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। শনিবার বিকাল ৪টায় ভিপি নুরের নেতৃত্বে ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নেবেন।
এ বিষয়ে শুক্রবার রাতে ভিপি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডাকসুর নির্বাচিতদের আমন্ত্রণ জানিয়েছেন। আমি মনে করি, আমদের যাওয়া উচিত। আমরা আগামীকাল গণভবনে যাচ্ছি। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবনির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। কারণ তারা যদি সম্মতি না দেয়, তাহলে তো আমি যেতে পারবো না। আশা করি, তারা হয়তো সম্মতি দেবে।
ডাকসুর নবনির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ডাকসু ও হল সংসদে আমরা যারা নির্বাচিত হয়েছি, তাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল বিকেল ৪টায় আমারা গণভবনে যাবো। এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আগামী দিনে শিক্ষার্থীদের যেকোন সমস্যার সমাধানে আমরা প্রধানমন্ত্রীকে পাশে পাবো।
আমার ব্যক্তি ইমেজ নষ্ট করার চেষ্ট চলছে: এদিকে বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগে ফিরছেন নুর এমন শিরোনামে যে সংবাদ প্রকাশ হচ্ছে তার সঙ্গে বাস্তবতার সর্ম্পক নেই বলে জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমার ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্য ও সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করার জন্য নানা কিছু ছড়ানো হচ্ছে। আমি আগেও বলছি এখনও বলছি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে আমি এখন কোনোভাবেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। এ পরিষদের পক্ষ হতে আমি ডাকসুতে নির্বাচন করেছি। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।