ফের নির্বাচনের দাবিতে ভুখা মিছিল, হাসপাতালে ভর্তি ২
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৪:৫০ PM , আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৫:৪২ PM
ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে অনশনে থাকা পরাজিত প্রার্থীরা ‘ভুখা মিছিল’ করেছে। শুক্রবার বিকাল ৪টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলে বামপন্থীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। এদিকে, অনশনকারীর মধ্যে দুজন মিছিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পরে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, শেডু, অপরাজেয় বাংলার পাদদেশ, কলা ভবন, ডাকসু, কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে আসে। আর অসুস্থরা হলেন, সোয়েব অনন্ত ও আল মাহমুদ তাহা। তারা মিছিলে অংশগ্রহণ করলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, তীব্র গরম আর রৌদ্রের মধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত চার প্রার্থী। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে অনশন চালিয়ে আসা এ চার প্রার্থীর সাথে বুধবার সকালে আরও কয়েকজন যোগ দেন। আর আজ অনশনে বসলেন প্রতিবন্ধী রবিউল।
অনশনকারীরা হলেন- জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অনিন্দ্য মন্ডল, শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ, মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. মাঈন উদ্দিন ও কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম। এছাড়া রাফিয়া তামান্না ও আল মামুন তাহাসহ কয়েকজন পরে যোগ দেন।
আল মামুন তাহা বলেন, ‘আমাদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ। একজন ইতিমধ্যে হাসপাতালে আছে। দুজন শিক্ষক আসছিলেন। তারা আমাদের সাথে সহানুভুতি দেখিয়ে গেছেন। ছাত্রলীগ আমাদেরকে কোন হুমকি না দিলেও প্রতি রাতে তারা মোটরসাইকেলে শোডাউন দিচ্ছে।’
রাফিয়া তামান্না বলেন, ‘আমাদের শরীরের অবস্থা ভালো না। আমরা মনের জোরে বেঁচে আছি। একজনের শরীর খুবই খারাপ। আমাদের সাথে দেখা করতে প্রশাসন থেকে কেউ আসেনি। তবে দুজন শিক্ষক এসেছিলেন, তারা আমাদের বলেছেন, তোমরা তো জানোই ভিসি কেমন। তোমরা যদি অনশন চালিয়ে যাও তাহলে ক্ষতি তোমাদের এই হবে। ভিসি তার সিদ্ধান্তে অটল থাকবেন।’