১৩ মার্চ ২০১৯, ২০:৪৫

ডাকসু নিয়ে অনশনকারী অনিন্দ্য ঢাকা মেডিকেলে ভর্তি

রোদ গরম উপেক্ষা করে রাজু ভাস্কর্যে অনশন চালিয়ে যাচ্ছেন ডাকসুর চার পরাজিত প্রার্থী।  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ওই শিক্ষার্থীর নাম অনিন্দ্য মণ্ডল। বুধবার দুপুরের পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের অনিন্দ্য মণ্ডল হল জগন্নাথ হলের শিক্ষার্থী। তিনি হল সংসদে বাম জোটের প্যানেলে সদস্য প্রার্থী ছিলেন। অনশনে থাকা অন্য শিক্ষার্থী আল মাহমুদ ত্বাহা সাংবাদিকদের বলেন, হঠাৎ সে অসুস্থ হয়ে কাঁপতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তীব্র গরম আর রৌদ্রের মধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত চার প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে অনশন চালিয়ে আসা এ চার প্রার্থীর সাথে বুধবার সকালে আরও দুজন যোগ দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

অনশনকারীরা হলেন- জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অনিন্দ্য মন্ডল, শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ, মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. মাঈন উদ্দিন ও কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম। এছাড়া রাফিয়া ও আল মামুন তাহা নামে আরও দুজন আজ সকালে তাদের সাথে যোগ দেন।