ডাকসুতে কার কত ভোট

সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়েছে। চলুন দেখে নেই- কোন প্যানেল থেকে প্রার্থীরা কত ভোট পেয়েছেন, কতজন নির্বাচিত হয়েছেন?


ভিপি
বিজয়ী- কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা সাধারণ শিক্ষার্থী পরিষদের প্রার্থী নুরুল হক নূর (১১ হাজার ৬২ ভোট)।
নিকটতম- ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (৯ হাজার ১২৯ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোট প্যানেলের প্রার্থী অরণি সেমন্তি খান (২ হাজার ৬৭৬ ভোট)।
চতুর্থ- বাম জোটের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী (১ হাজার ২১৬ ভোট)।
পঞ্চম- ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান (২৪৫ ভোট)।

২১ জন ভিপি প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এস এম আতায়ে রাব্বী (১১২ ভোট) বাদে কেউ একশ’র বেশি ভোট পায়নি। ভিপি প্রার্থীদের মধ্যে ছাত্র মৈত্রীর রাসেল সেখ পেয়েছেন ২২ ভোট, জাসদ ছাত্রলীগের রাকিবুল ইসলাম তুষার ২৪ ভোট, বাংলাদেশ জাসদ সমর্থিত ছাত্রলীগ-বিসিএলের নাইম হাসান ৩৯ ভোট পেয়েছেন। সবচেয়ে কম ৭ ভোট পেয়েছেন জাতীয় ছাত্র সমাজের প্রার্থী নকিবুল হাসান।


জিএস
বিজয়ী- ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী (১০ হাজার ৪৮৪ ভোট)।
নিকটতম- সাধারণ শিক্ষার্থী পরিষদের রাশেদ খান (৬ হাজার ৬৩ ভোট)।
তৃতীয়- স্বাধিকার স্বতন্ত্র পরিষদের প্রার্থী সাংবাদিক সমিতির নেতা আসিফুর রহমান ত্বাসীন (৪ হাজার ৬২৮ ভোট)।
চতুর্থ- অরণি সেমন্তি নেতৃত্বাধীন স্বতন্ত্র জোটের শাফী আবদুল্লাহ (১ হাজার ৫১২ ভোট)।

জিএস পদে ছাত্রদলের আনিসুর রহমান রহমান অনিক পেয়েছেন ৪৬২ ভোট। ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজির পেয়েছেন ৬০৬ ভোট। বেনজিরের পরিবর্তে বাম জোট যাকে প্রার্থী করেছিল, সেই ফয়সাল মাহমুদ সুমন পেয়েছেন ২৪৭ ভোট।

ছাত্র মৈত্রীর সনম সিদ্দিকী শিতি ৪৬ ভোট, জাসদ ছাত্রলীগের শাফিকা রহমান শৈলী ৯৫ ভোট, বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশে ছাত্রলীগ-বিসিএলের শাহরিয়ার রহমান বিজয় ৪৪ ভোট পেয়েছেন। ১৪ জন জিএস প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ৩০ ভোট পেয়েছেন জালাল আহমেদ।


এজিএস
বিজয়ী- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন (১৫ হাজার ৩০১ ভোট)।
নিকটতম- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফারুক হোসেন (৫ হাজার ৮৯৬ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের অমিত প্রামানিক (১ হাজার ৪৫২ ভোট)।
চতুর্থ- স্বাধিকার স্বতন্ত্র পরিষদের আবু রায়হান খান (৬২৯ ভোট)।

পঞ্চম অবস্থানে রয়েছেন ছাত্রদলের খোরশেদ আলম সোহেল ২৯৪ ভোট পেয়ে। বাম জোটের প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাদেকুল ইসলাম সাদিক পেয়েছেন ২৮৪ ভোট। মুক্তিজোটের অনুপ রায় পেয়েছেন ২৫১ ভোট।

ছাত্র মৈত্রীর রহমত উল্লাহ ৪৩ ভোট, জাসদ ছাত্রলীগের জহুরুল ইসলাম ৬২ ভোট, ছাত্রলীগ-বিসিএলের আশরাফুল আলম ফাহিম ৯৬ ভোট পেয়েছেন। এজিএস পদে ১৩ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন শাহিদুল ইসলাম, তার ভোট সংখ্যা ২৩।


স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের প্রার্থী সাদ বিন কাদের (১২১৮৭ ভোট)।
নিকটতম- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের নাজমুল হুদা (৩৯৯১ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের শ্রবণা শফিক দীপ্তি (৩৯৪২ ভোট)।
চতুর্থ- বাম জোটের রাজীব কান্তি রায় (৭৬১ ভোট)।
ছাত্রদলের জাফরুল হাসান নাদিম পেয়েছেন ৩০০ ভোট।


বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের আরিফ ইবনে আলী (৯১৫৪ ভোট)।
নিকটতম- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের মশিউর রহমান (৬৩২৩ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের চয়ন বড়ুয়া (৪০১৫ ভোট)।
চতুর্থ- মাহমুদুল হাসান (৭৪৮ ভোট)।
বাম জোটের উলুল আমর তালুকদার পেয়েছেন ৫২৪ ভোট।


কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের বিএম লিপি আক্তার (৮৫২৪ ভোট)।
নিকটতম- ছাত্রদলের কানেতা ইয়া লাম-লাম (৭১১৯ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের ওমর ফারুক (৩২৬৩ ভোট)।


আন্তর্জাতিক সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের শাহরিমা তানজিনা অর্নি (১০৬০৪ ভোট)
নিকটতম- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের হাবীবুল্লাহ বেলালী (৪৩৬৭ ভোট)।
তৃতীয়- বাম জোটের মীম আরাফাত মানব (১৯৫৫ ভোট)।

 

সাহিত্য সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের মাজহারুল কবির শয়ন (১০৭০০ ভোট)।
নিকটতম- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের আকরাম হুসাইন (৫০১৮ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের আবু আবু রায়হান খান সানন (৩০৩৫ ভোট)।


সাংস্কৃতিক সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের আসিফ তালুকদার (১০৭৯৯ ভোট)।
নিকটতম- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের নাহিদ ইসলাম (৩৫৮৪ ভোট)
তৃতীয়- স্বতন্ত্র জোটের ফরহাদ হোসেন (২২৪২ ভোট)।


ক্রীড়া সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের শাকিল আহমেদ তানভীর (৯০৪৭ ভোট)।
দ্বিতীয়- স্বতন্ত্র জোটের খালেদ মাহমুদ আকাশ (৩৮৩৪ ভোট)।
তৃতীয়- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের মামুনুর রশীদ (৩১৭১ ভোট)।


ছাত্র পরিবহন সম্পাদক
বিজয়ী- ছাত্রলীগের শামস ই নোমান (১২১৬৩ ভোট)।
নিকটতম- স্বতন্ত্র জোটের তাওহিদ তানজিম (২৮৪৫ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র প্রার্থী সুরকৃষ্ণ চাকমা (২৬২৬ ভোট)।


সমাজসেবা সম্পাদক
বিজয়ী- সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের আখতার হোসেন (৯১৯০ ভোট)।
নিকটতম- ছাত্রলীগের আজিজুল হক (৮০৮১ ভোট)।
তৃতীয়- স্বতন্ত্র জোটের রহিসউজ্জামান (১৪০৩ ভোট)।


সদস্য
চিবল সাংমা (১২৮৬৮), নজরুল ইসলাম (৮৫০৯), রাকিবুল হাসান (৮৬৭৩), রাকিবুল ইসলাম ঐতিহ্য (১১২৩২), তানভীর হাসান সৈকত (১০৮০৫), রাইসা নাসের, সাবরিনা ইতি (৯৭৬৮), রফিকুল ইসলাম সবুজ (৬৫১৭), ফরিদা পারভীন ৮৪৬৯), নিপু ইসলাম তন্বী (১০৩৯৩), সাইফুল ইসলাম রাসেল (৭৮১২), তিলোত্তমা শিকদার (১০৪৬৬), জুলফিকার আলম রাসেল (৭৮১২) ও মাহমুদুল হাসান (৭৯৭৮)।


সর্বশেষ সংবাদ