১৩ মার্চ ২০১৯, ১২:৩৫

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভের প্রস্তুতি

রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনঃনির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল সহকারে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে সেখানে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা হাজির হয়েছেন। তবে সদ্য নির্বাচিত ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর এখনো সেখানে যাননি।

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘অামরা পাঁচটি প্যানেল একত্রিত হয়েছি। অাপনারা জানেন, প্রতিটি হলে কি পরিমাণ ভোট ডাকাতি হয়েছে। অাপনারা দেখেছেন, কুয়েত-মৈত্রী হল, রোকেয়া হলে ব্যালট ভর্তি ভোটের বাক্স পাওয়া গেছে। মেয়েদের হলে অাধিপত্য কম থাকা সত্বেও সেখানে যে পরিমাণ ভোট কারচুপি হয়েছে তাহলে, ছেলেদের হলে কী পরিমাণ কারচুপি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মত নয়।’

কোটা সংস্কার আন্দোলনের অপর নেতা ও ডাকসু নির্বাচনের এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘পাঁচটি প্যানেলের নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই মিছিল সহকারে উপাচার্যের কার্যালয়ে যাবেন এবং নির্বাচন বাতিলের দাবিতে স্মারকলিপি সহ তিন তিনের আলটিমেটাম দেবেন। এসময় রোকেয়া হলের আন্দোলনরত ছাত্রীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন তিনি।

ফারুক বলেন, ‘আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে রবিবার থেকে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’