নুরকে নিয়ে ব্লেম গেম খেলবেন না: আলীম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নব-নির্বাচিত সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে নিয়ে সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভিপি পদে পরাজিত প্রার্থী মোঃ আব্দুল আলীম। তিনি বলেছেন, এনিয়ে অযথা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে লাভ নেই। তাকে নিয়ে ব্লেমগেম খেলা থেকে বিরত থাকারও আহবান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন পরাজিত ভিপিপ্রার্থী হিসেবে ডাকসু নিয়ে শেষ বিবৃতিতে তিনি একথা বলেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘দ্যর্থহীন কণ্ঠে যা বলতে চাই, তা হলো- ডাকসু ভিপি নুরুল হক শিবির না, কোনো প্রতিবেদনে তা প্রমাণিত না, অযথা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে লাভ নেই, প্রমান দিলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেবো, ওপেন চ্যালেঞ্জ, ব্লেমগেম খেলবেন না।
আর ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ওরফে শোভন চৌধুরী যা করেছেন, তা আধুনিক ও সভ্য রাজনীতির ধারক-বাহক হিসেবে করেছেন, দেশের রাজনীতির ইতিহাসে এটা বিরল, শোভন এখন শুধু ব্যক্তি নয়, শোভন একটা মাইলফলকের নাম, ছাত্ররাজনীতির ধরন বদলে দেওয়ার মাইলফলক। হিংসার রাজনীতিতে শোভন একটি ভালোবাসার নাম।
শোভনের ছাত্রলীগ সংকীর্ণতার রাজনীতিতে বিশ্বাস করে না। শোভনের সরলতা, স্পষ্টবাদীতায় কলংক লেপনের চেষ্টা করা অনর্থক।
সিন্ডিকেটের বাইরে এসে শোভনের হাতেই আমজনতার ছাত্রলীগের যাত্রা শুরু হলো। ছাত্রলীগ এখন জনতার সংগঠন। শোভন এখন ছাত্রলীগের গন্ডি পেরিয়ে সারা দেশের আমজনতার ছাত্রনেতা।
শোভনের সরল ছায়ায় নিরাপদ নুর। বড় গ্রাউন্ডে শোভনের ডিল করার অভিজ্ঞতা আর নুরের আপোষহীন আন্দোলন এক হয়ে গেলে ডাকসু হবে শিক্ষার্থীদের। ডাকসু হোক শিক্ষার্থীদের। হুকুমের রাজনীতি বন্ধ হোক। কাধে কাধ মিলিয়ে চলুক সবাই। সবার মর্যাদা নিশ্চিত হোক। শুভ কামনা সবাইকে।’