১২ মার্চ ২০১৯, ১২:৪৫

থমথমে ঢাবি, অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাবির অধিকাংশ বিভাগে আজ ক্লাস হয়নি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী, বাম জোট ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া ভিপি পদে পুনরায় ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। ফলে ক্যাম্পাসে এক ধরনের অাতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রয়োজন ছাড়া আজ সাধারন শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাসে আসেননি। সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তারা হল থেকে বের হতে ভয় পাচ্ছেন। অন্যদিকে যারা বাহির থেকে অাসেন তারাও ক্যাম্পাসে আসা থেকে বিরত রয়েছেন। ফলে আজ অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি।

ক্যাম্পাসে বিক্ষোভের ফলে উদয়ন স্কুল ও ল্যাবরেটরি স্কুল বন্ধ রাখা হয়েছে। ভাড়া বিঅারটিসি বাসের কিছু চলেছে। তবে টিএসসি বা মল চত্বর থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো ভিসির বাস ভবনের সামনে বিক্ষোভ করার জন্য বন্ধ অাছে।

অন্যদিকে কার্জন হল এলাকা থেকে যে বাসগুলো যায় তার অনেকগুলো যথারীতি চলছে। বিষয়টি নিশ্চিত করে পরিবহন ম্যানাজার কামরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভোর ৫ টার অাগে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো ছেড়ে গেছে। কিন্তু ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করার কারণে মল চত্বর বা টিএসসি থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে কার্জন হলের দিকের বাস চলছে বলেও তিনি জানান।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই হাতেগোনা। যারা এসেছেন তাদের অধিকাংশই বিক্ষোভে যোগ দিয়েছেন। এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ক্লাস হতে দেখা যায়নি। শুধুমাত্র নির্বাচনের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কথা জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসু নির্বাচন উপলক্ষে বিচ্ছৃঙ্খলা ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আজও পুলিশ মোতায়েন রয়েছে। তারা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।