১২ মার্চ ২০১৯, ১২:০১

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

পুনরায় ডাকসু নির্বাচন গ্রহণের দাবিতে টিএসসি এলাকায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিক্ষোভে উপস্থিত মুহাম্মদ আমজাদ হোসেন (২০১৫-১৬ সেশন) নামে বাংলা বিভাগের আন্দোলনকারী এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল যে ভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে, সেটা বাতিল করে পুনঃতফসিল ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে নেমেছি।’

বিক্ষোভ কর্মসূচিতে প্রগতিশীল ছাত্রজোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমর্থনকারী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। এছাড়া রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদী ছাত্র ঐক্যের সম্মলিত জোটের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজীর ও স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমানও সেখানে উপস্থিত রয়েছেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা, ‘ভোট চোরদের নির্বাচন, মানিনা মানবো না’, ‘দালালির নির্বাচন, মানিনা মানবো না’, ‘পা চাটাদের নির্বাচন, মানি না মানবো বা’, এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ সহ নানা ধরণের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া তাদের বহন করা ব্যানারে ‘চা, সমুচা গদি ছাড়’, ‘প্রশাসনের অভিনয় ইবলিশকেও হার মানায়’ এমন নানা ধরণের লেখা রয়েছে।