প্রকাশ:
১১ মার্চ ২০১৯, ১০:১৮ PM
, আপডেট:
১২ মার্চ ২০১৯, ০১:১৪ AM
অনিয়ম, কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন বাতিল ও পুনঃতফসিল দাবিতে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন পাঁচ প্যানেলের প্রার্থীরা।
এদিকে ডাকসু নির্বাচন পর্যবেক্ষণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের অনিয়মের ঘটনাগুলো আমাদের খুবই লজ্জিত করেছে। এই ঘটনা জনগণের করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তিকে চরমভাবে বিনষ্ট করেছে।” এ কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।
এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, ভোট জালিয়াতির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। সোমবার বিকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্যা ডেইলি ক্যাম্পাসের ফটো সাংবাদিকরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন পর্যকেক্ষণ করেছে। তাদের ক্যামেরা ধরা পড়ে ডাকসু নির্বাচনের বহু ঘটমান দৃশ্য। চলুন দেখা যাক, ছবিতে ডাকসু নির্বাচন কেমন ছিলো—