বমি করছে নুরুল হক নুর

আহত নুরুল হক নুর
আহত নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটে অনিয়ম ও কারচুপি খবর জানতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী ও ভোটার। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন কোটা সংস্কারকারীদের প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুরের উপর হামলার বিষয়টি। ভোট চলাকালীন রোকেয়া হলের খবর নিতে গেলে হামলার শিকার হন নুর।

বর্তমানে তার অবস্থা জানাতে বিকাল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন প্যানেলের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান। এসময় তিনি বলেন, ‘বেশ কয়েকদিনে ধরে টানা প্রচারণা চালানোর কারণে এমনিতেই অসুস্থ ছিল নুর। আজ কিল-ঘুষিসহ গণপিটুনি দেয়ার পরপরই সে অজ্ঞান হয়ে যায়। বর্তমানে তার শারীরিক অবস্থা অবনতির দিকে। বমি করছে।’ রাশেদ জানান, একটা বেসরকারি মেডিকেলে ভর্তি রয়েছে সে। আমাদের বেশ কয়েকজন তার পাশে আছে। আশা করি সুস্থ হয়ে উঠবে

এদিকে হল থেকে ভোটকেন্দ্র সরানো, নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে পুনারায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের দাবিতে ডাকসু ও হল সংসদের নির্বাচন বর্জন করেছে বিভিন্ন প্যানেল। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় ভিপিজিএস-এজিএসসহ সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন: নুরের উপর হামলার অভিযোগ ‘গুজব’: রাব্বানী

অন্যদিকে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়ত প্যানেলের ভিপি প্রার্থী এস এম আতায়ে রাব্বী ও জিএস প্রার্থী মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে ডাকসু নির্বাচনের ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠনের নির্বাচন বর্জনের ঘোষণার পর দুপুর আড়াইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তার তাদের সমর্থকরা। ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচন চেয়ে তারা সেখানে অবস্থান করছেন।

আরো দেখুন: ডাকসুর পুনঃনির্বাচন দাবি হাস্যকর: ছাত্রলীগ

অবস্থান নেয়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে- জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট। এর মিনিট দশেক পর তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ১৪ জন।

পড়ুন: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে


সর্বশেষ সংবাদ