ডাকসু নির্বাচন
ঢাবিতে প্রবেশে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা ডিএমপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১২:৩৬ PM , আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০১:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সাধারণ মানুষ ও যান চলাচলে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাচন উপলক্ষে ১০ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১১ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া শুধুমাত্র স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
রাজধানীর শাহাবাগ থানায় ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৈঠক শেষে আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান ডিমএপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, কেউ অনিয়মের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি হল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা মুভ করবে না বলেও জানান তিনি।
ডিমএপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনের আগের দিন ১০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সাতটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট করে তল্লাশি করবে পুলিশ। শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ্ হল ক্রসিং, রোমানা ক্রসিং, পলাশী, দোয়েল চত্বর ও জগন্নাথ হল ক্রসিংয়ে এসব চেকপোস্ট থাকবে বলেও জানান তিনি।
এসময় ঢাবির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের প্রবেশের জন্য আগে থেকে পাস সংগ্রহের অনুরোধ জানিয়ে তিনি বলেন, স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। স্টিকারযুক্ত গাড়িকে প্রয়োজনে তল্লাশি করা হবে।
নির্বাচনের দিন ঢাবি এলাকায় কোনো রিকশা প্রবেশ করতে পারবে না জানিয়ে তিনি বলেন, ভেতরে কিছু রিকশা থাকবে, সেগুলোতে চড়ে ভেতরে চলাচল করবেন। ইতোমধ্যে কিছু রিকশাকে নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় এলাকায় আগতদের কোনো ধরনের ছুরি, চাকু, লাঠি, দাহ্য পদার্থ না আনার অনুরোধ জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যেতে চাইলে বকশীবাজার হয়ে চানখারপুল দিয়ে প্রবেশ করতে হবে।
এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অনুমোদিত আইডি কার্ড ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে তাদের সকলেরই ভোট গ্রহণ করা হবে। এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে শুধুমাত্র ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হতে পারবেন।
শিক্ষার্থীদের অবাধ চলাচল ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ব্যতিত অন্য কোন যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। ঐদিন সর্বসাধারণকে রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীরা চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম/নির্ধারিত স্থান পর্যন্ত প্রবেশ করতে পারবেন। ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবেনা। ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজ করা যাবেনা। এছাড়া ভোট কেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিত সংখ্যক প্রতিনিধি (পাস পাওয়া সাপেক্ষে) ভোট কেন্দ্রের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারবেন। আবেদন সাপেক্ষে একটি টেলিভিশন চ্যানেলের জন্য সর্বোচ্চ ৪টি ক্যামেরা ইউনিটকে এবং প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বাধিক দুজন সাংবাদিককে পরিচয়পত্র প্রদান করা হবে। নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।