আগামীকাল ঢাবিতে প্রেজেন্টেশনের উপর কর্মশালা
‘প্রেজেন্টেশন’ কথাটা শুনলেই কেমন জানি গায়ে কাঁটা দিয়ে ওঠে আমাদের। আর সেটা যদি হয় প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই, প্রেজেন্টেশনের আগের রাতে হয়তোবা ঘুমটাই হারাম হয়ে যায়। আবার তার সাথে যদি থাকে ‘রিপোর্ট রাইটিং’, ওরে বাবা এ যেন মরার উপর খাড়ার ঘা! কিন্তু ব্যাপারটা আসলেই কি তাই? না, মোটেও তা নয়৷
আমরা আমাদের বন্ধু মহলে বা পারিবারিক আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু ক্লাসরুমে যখন কিছু বলতে বলা হয় তখনই আমরা ঘাবড়ে যাই৷ অথচ অল্প কিছু কৌশল আয়ত্ত্ব করতে পারলেই জিনিসগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়৷ শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর কথা ভেবেই বিগত বছরের মত ‘ন্যাক নেশন’ এবারো আয়োজন করছে ‘নিউবিয়েস্তা ২.০’৷
শনিবার (মার্চ) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিকট থেকে জানতে পারবে আকর্ষণীয় প্রেজেন্টার হওয়ার কলাকৌশল ও মানসম্পন্ন রিপোর্ট তৈরির মৌলিক বিষয়গুলো সম্পর্কে৷
জানা যায়, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মনসুরুল আজিজ, হেড অব ব্র্যান্ড মার্কেটিং, নগদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের কতিপয় সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন।