সভাস্থল দখল করে আছে ছাত্রলীগ: জিএস প্রার্থী আসিফ
ডাকসু নির্বাচনে প্রচারণা চালাতে বাধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে পূর্বঘোষিত সভা করতে গেলে ছাত্রলীগ কর্তৃক বাধার সম্মুখীন হন। হল প্রশাসনের পক্ষ থেকে সভার অনুমতি নেয়ার পরেও তাকে সভা না করে ফিরতে হয়।
আসিফুর রহমান অভিযোগ করেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আমাদের প্রজেকশন মিটিংয়ের জন্য অনুমতি নেওয়া ছিল। নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে জানতে পারি কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই একটি গোষ্ঠী আমাদের সভাস্থল দখল করে আছে।
তিনি আরও বলেন, দুই ঘণ্টা অপেক্ষা করে, প্রশাসনকে বারবার বলেও আমরা মিটিং করতে পারিনি। এ ধরনের দখলদারিত্ব যুগ যুগ ধরে চলমান। এর বিরুদ্ধে একমাত্র ব্যালটই পারে জবাব দিতে। ১১ তারিখ শিক্ষার্থীদের পক্ষের শক্তির সঙ্গে থাকুন।
এদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী গোলাম রাব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এছাড়া হল প্রশাসনের রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।