সুইপারদের মতো ক্যাম্পাস পরিষ্কার করতে চাই: রাব্বানী
মাত্র তিনদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ক্যাম্পাসে সরগরম প্রতিটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন সবাই। ভোট চাইছেন ক্যাম্পাস ও হলসহ সর্বত্র। বিতরন করছেন বিভিন্ন পোস্টার, লিফলেটসহ নানা নির্বাচনী প্রচারপত্র।
এসব উপকরণে ছেয়ে গেছে ঢাবি ক্যাম্পাস। ফলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা নোংরা হচ্ছে লিটলেট আর পোস্টারের জন্য। ক্যাম্পাসের কলাভবন, সামাজিক বিজ্ঞার অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, কার্জন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যা বেশি।
ক্যাম্পাসকে পরিষ্কার করতে ইতিমধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্প্রতিবার বিকাল সাড়ে পাঁচ টায় ছাত্রলীগের বিভিন্ন নেতাদের ক্যাম্পাস পরিষ্কার করতে দেখা যায়। এ সময় ছাত্রলীগ প্যানেলের ভিপি (সহ সভাপতি) পদপ্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী গোলাম রাব্বানী, এজিএস (সহ-সাধারণ সম্পাদক) সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিষ্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। এই ক্যাম্পাস আমাদের তাই পরিষ্কার করার দায়িত্বও আমাদের। কুরবানীর পরে সুইপার যেভাবে রাস্তা পরিষ্কার করে, আমরা সেভাবে ক্যাম্পাস পরিষ্কার রাখতে চাই। ১২ তারিখের পরে আমরা ছাত্রলীগের উদ্যোগে পুরো ক্যাম্পাস পরিষ্কার দেখতে চাই। আজকে ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরীর চারপাশ পরিষ্কার করা হল। যাতে সাধারণ ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোন বিঘ্ন না ঘটে।