জেনে নিন ডাকসু ভিপি-জিএসদের ব্যালট নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আগামী ১১ মার্চ। এ নিয়ে গোটা ক্যাম্পাস এখন সরগরম। ইতোমধ্যেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলছে ভোটকেন্দ্র প্রস্তুকরণের কাজ। তথ্যমতে, চূড়ান্ত প্রার্থীতায় ডাকসুর ভিপি পদে ২১জন, জিএস পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১জন, সাহিত্য সম্পাদক পদে ৮জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২জন, ক্রীড়া সম্পাদক পদে ১১জন, ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক পদে ১০জন, সমাজ সেবা সম্পাদক পদে ১৪জন, ও সদস্য পদে ৮৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডাকসু ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী অরণি সেমন্তি খান। এছাড়াও এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আব্দুল্লাহ আল লাবিব ২, মনোবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ জিয়াদ ৩, গণিত বিভাগের এ ডি এম আব্বাস আল-কোরেশি ৪, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের এস. এম আতায়ে রাব্বী ৫, দর্শন বিভাগের ওমর ফারুক ৬, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নকিবুল হাসান ৭, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফাহমিদা মজিদ ৮, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আব্দুল আলীম ৯, মো. গোলাম রাসেল ১০, মো. টিটো মোল্যা ১১, নাইম হাসান ১২, মো. নুরুল হক ১৩, মো. রাকিবুল ইসলাম ১৪, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. রাসেল শেখ ১৫, আইন বিভাগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন ১৬, লোক-প্রশাসন বিভাগের মোস্তাফিজুর রহমান ১৭, লিটন নন্দী ১৮, শফিকুল ইসলাম ১৯, শিহাব শাহরিয়ার সোহাগ ২০ আর সফিক সরকারের ব্যালেট নম্বর ২১।
ডাকসু নির্বাচনে জিএস পদের ১৪ জন প্রার্থীর মধ্যে ১ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে হাবিবা বেনজির, ২ নম্বর ব্যালটে এ আর এম আসিফুর রহমান, ৩ নম্বর ব্যালটে গোলাম রাব্বানী, ৪ নম্বর ব্যালটে জালাল আহমেদ, ৫ নম্বর ব্যালটে ফয়সাল মাহমুদ সুমন, ৬ নম্বর ব্যালটে মামুন ফকির, ৭ নম্বর ব্যালটে মো. আনিসুল রহমান খন্দকার, ৮ নম্বর ব্যালটে মো. মাহমুদুল হাসান, ৯ নম্বর ব্যালটে মো. রাশেদ খাঁন, ১০ নম্বর ব্যালটে মো রাশেদুল ইসলাম, ১১ নম্বর ব্যালটে শফিকা রহমান শৈলী, ১২ নম্বর ব্যালটে শাফী আব্দুল্লাহ, ১৩ নম্বর ব্যালটে শাহরিয়ার রহমান আর ১৪ নম্বর ব্যালট নিয়ে জিএস পদে লড়ছেন সনম সিদ্দিকী।
সবার ব্যালট নম্বর দেখতে ক্লিক করুন...