০২ মার্চ ২০১৯, ২২:১৯

ঢাবির হলে হলে স্বতন্ত্রদের প্রার্থিতা প্রত্যাহারের হিড়িক

  © ফাইল ফটো

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন। শনিবার ছিল নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এইদিন বিভিন্ন হল সংসদের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), ‍যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) সহ অন্যান্য পদে প্রার্থিতা প্রত্যাহারের হিড়িক পড়েছে। সরেজমিনে বিভিন্ন হলে এমন চিত্রই দেখা গেছে।

জানা যায়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের হল সংসদে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. শাহাবুদ্দীন প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি প্রথমে স্বতন্ত্রভাবে দাঁড়ালেও পরে ছাত্র ইউনিয়ন তাকে সমর্থন দেয়। এছাড়াও এ হলে একজন সমাজসেবা সম্পাদক প্রার্থী ও চারজন সদস্য প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন হলের রিটার্নিং অফিসার ড. হুমায়ুন কবির।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ-সভাপতি (ভিপি) পদে দুজন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে দুজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ভিপি পদে যারা প্রত্যাহার করেছেন তারা হলেন- দিদারুল আলম ও আব্দুল্লাহ আল নাছের রানা। জিএস পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তালহা জোবায়ের সামি ও আবু সালেহ মো. নাসিম চৌধুরী।

বিজয় একাত্তর হলের রিটার্নিং অফিসারের সাথে কথা বলে জানা যায়, হলে ভিপি ও জিএস পদে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলেও সমাজসেবা সম্পাদক পদে চার জন ও সদস্য পদে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এভাবে বিভিন্ন হলে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীর গণহারে প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া গেছে। প্রার্থিতা প্রত্যাহার করেছেন এমন একজন ভিপি প্রার্থী নিজের নাম ও হলের নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তিনি ছাত্রলীগের চাপে বাধ্য হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রার্থিতা প্রত্যাহারকারী জিএস প্রার্থী জোবায়ের তালহা সামি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি চাই না আমার কারণে সংগঠনের (ছাত্রলীগ) ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ছাত্রলীগ একটা ঐক্যবদ্ধ পরিবার। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।

ছাত্রলীগের অনেক নেতা স্বতন্ত্র পদে নির্বাচন করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাদের নির্বাচনী কৌশল ছিলো মাত্র। আমাদের কোন প্রার্থীর প্রার্থিতা যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে ঐ বাতিল হওয়া পদটি ছাত্রলীগের অন্য কোনো প্রার্থী গ্রহণ করতে পারে। সেজন্য অনেকেই স্বতন্ত্র পদ থেকে দাঁড়িয়েছিল।