ভোটের সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে ভীতি প্রদর্শনে ব্যবস্থা নিতে দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের কাছে এই দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন ডাকসুর সাধরণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমান। শনিবার দুপুরে তিনি উপাচার্য কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ করা হবে। কিন্তু আমি উদ্বিগ্ন এই ভেবে যে, উল্লিখিত সময়ের মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকল ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা প্রায় অসম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, অভিযোগ পাওয়া যাচ্ছে যে, বিভিন্ন হলের স্বতন্ত্র প্রার্থীদের একটি গোষ্ঠী নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য বলছেন, যা নির্বাচনী আচরণ বিধিমালার ৯(গ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
স্মারকলিপিতে তিনি নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা করা এবং স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি, চাপ প্রয়োগকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরো দেখুন: রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: হল প্রভোস্ট
আরো দেখুন: ছাত্রত্ব নেই, তবুও ভিপি প্রার্থী ছাত্রলীগ নেতা!