রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: হল প্রভোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানীর ‘অবৈধভাবে হলে থাকা’র বিষয়টি আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এমফিলের শিক্ষর্থীরা হলে থাকতে না পারলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল হক হলে অবস্থান করছে। যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
জানতে চাইলে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাব্বানীর হলে থাকার ব্যাপারে তিনি কিছু জানেন না। তাছাড়া নিয়ম অনুযায়ী এমফিলের কোন ছাত্র হলে থাকতে পারে না; কারণ তার কোন আবাসিক কার্ড থাকে না। তবে যদি রাব্বানীর হলে থাকার ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয় এবং সে যদি হলে থাকে, আমরা ব্যবস্থা নিব।
জানা গেছে, ২০০৭-২০০৮ সেশনে ভর্তি হওয়া আইন বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সিট বরাদ্দ পান। নতুন করে এমফিল ভর্তি হওয়ায় তিনি সার্জেন্ট জহুরুল হক হলে বরাদ্দ পান তিনি। সে হিসেবেই হলটিতে উঠেন তিনি। বর্তমানে তিনি ২০৩ নম্বরে অবস্থান করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোলাম রাব্বানীর ব্যাক্তিগত ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।