ডাকসু নির্বাচন: ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে অনশন চলছে ওয়ালিদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৫ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ ৪ দফা দাবিতে ফের অনশন শুরু করেছেন তিনি। আজ বুধবার দুপুরে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘আমি আমার দাবিগুলোর প্রতি অনড় আছি। আমি অপেক্ষা করছি প্রশাসন যেন আবার সিদ্ধান্ত নেয়।’
তিনি বলেন, ‘এগুলো শুধু আমার দাবি না, পুরো ছাত্রসমাজের দাবি। আমি চাই প্রশাসন ছাত্রসমাজের দাবির প্রতি ন্যূনতম সম্মানটা প্রদর্শন করুক। আমার এখানে বসে থাকাতে পুরো ছাত্রসমাজ অপমানিত হচ্ছে।’ তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত (বুধবার দুপুর ১টা) কেউ আসেনি। তিনি জানান, গতরাত দেড়টার দিকে প্রক্টরিয়াল টিম এসে তাকে তুলে দেওয়ার চেষ্টা করেন। তিনি উঠতে অস্বীকৃতি জানালে তারা তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করেন। ওয়ালিদ আশরাফ তার সব একাডেমিক ডকুমেন্টের ফটোকপি দেখালে তারা সেসব চেক করার জন্য নিয়ে যায় বলে জানান তিনি।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ ৪ দফা দাবি নিয়ে গতকাল মঙ্গলবার ফের অনশন শুরু করেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করার ঘোষণা দিয়েছেন ওয়ালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তনে অনশনে বসেছেন তিনি।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার দফা দাবিতে একই জায়গায় অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। তবে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তাঁকে সেখান থেকে উঠিয়ে দেয়।
সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানিয়েছিলেন, সে একজন বহিরাগত। তার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে, তাহলে তাকে ক্যাম্পাসে এসে এসব না করার পরামর্শ দেয়া যাচ্ছে।