২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১

কাউসারের যমজ শিশুর দায়িত্ব নিলেন ঢাবির প্রাক্তন ছাত্র জুয়েল

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ঢাবি ছাত্র কাউসার আহমেদ এবং তার দুই যমজ শিশু  © টিডিসি ফটো

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফেজ ছাত্র কাওসার আহমেদ। তার মৃত্যুুর পর অসহায় হয়ে পড়ে তার যমজ দুই শিশু। তাঁর যমজ অসহায় শিশুর দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান জুয়েল। তিনি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।

কাওসারের দুই সন্তানের দায়িত্ব নেয়ার পর হাবিবুর রহমান জুয়েল ফেইসবুকে স্ট্যাটাসে লিখেন, চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছোট ভাই পবিত্র কোরআনের হাফেজ কাওসারের দুটি জমজ শিশু সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিতে পেরে বেশ শান্তি অনুভব করছি। আল্লাহ মহান।

এদিকে নিহত কাওসারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কাওসারের দুই সন্তানের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে যা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে বলে জানা গেছে। গত ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার নিহত হওয়ার পরদিন থেকেই অর্থ সংগ্রহ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র উদ্যোগে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে সহযোগিতা করছেন।

নিহত কাউসার কাওসার আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে থেকে পড়াশোনা করতেন। তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-২০১৪ বর্ষের ছাত্র ছিলেন। বুধবার রাতে চকবাজারের ভয়াবহ অগিন্কাণ্ডে তিনি নিহত হন। নিহত কাউসার আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের তিনি পবিত্র কোরআনের হাফেজ।