বললেন ইসলামী আন্দোলনের আমীর

ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বাধা দিলে জাতীয় ইস্যু তৈরি হবে

ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম  © টিডিসি ফটো

প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কোন প্রকার অন্যায় ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত হয়নি বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, আদর্শ নেতৃত্ব তৈরীর ধারাবাহিকতায় চলমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু একটি অশুভ মহল বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস-মাদক ও অনৈতিকতার অভয়ারণ্য করে রাখার পরিকল্পনায় ইশা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলেও তিনি অভিযোগ করেছে।

আজ শুক্রবার চরমোনাইর মাহফিলের তৃতীয় দিনে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এতে সভাপতিত্ব করেন। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ওই সব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, বাংলাদেশের ইতিহাসে ইসলামকে বাদ দিয়ে কারো রাজনীতি কল্পনা করা যায়না। ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের অংগ্রহণে বাধা প্রদানের চেষ্টা করা হলে এটি জাতীয় ইস্যুতে রূপ নেবে। এসময় সকল সংগঠনের অংশগ্রহণে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব ও ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ বরকত উল্লাহ লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।

আগামীকাল শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এই মাহফিল।


সর্বশেষ সংবাদ