২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৯

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি ঢাবি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগ্নিকান্ডের প্রতিক্রিয়ায় মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে তারা দেশের প্রত্যেকটি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করেন ঢাবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রত্যেকটি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আর কোন মানুষকে যেন অগ্নিদগ্ধ হয়ে এরকম মর্মান্তিক মৃত্যুর শিকার না হতে হয় আমরা সে নিশ্চয়তা চাই। আমরা অবিলম্বে পুরান ঢাকাসহ দেশের সব অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। 

ঢাবির ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এস এম আবদুর রহমান আবির বলেন, গত রাতে যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এই সংবাদ আমাদের ব্যথিত করে। সামনে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে এমন ব্যবস্থা এখনি গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, যাতে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়া হয় এবং চকবাজারের মত এলাকা হতে ঝুঁকিপূর্ণ এরকম শিল্পকারখানা সরিয়ে নেয়া হয়।

মানববন্ধান শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিন করে।