লক্ষ্য ডাকসু নির্বাচন

সদস্য সংগ্রহ করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলনের ছবি। ইনসেটে ফরমটি।
কোটা সংস্কার আন্দোলনের ছবি। ইনসেটে ফরমটি।  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ শুরু করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ অনলাইনের মাধ্যমে এ কাযক্রম শুরু করেছে। ইতোমধ্যে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের নেতারা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করেনা। তারা তাদের নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে। এজন্য সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। যেহেতু সামনে ডাকসু নির্বাচন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বের সুযোগ করে দিতেই সদস্য সংগ্রহ করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো কিছু করেনি। এর ফলে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। ডাকসুর মাধ্যমে তাদের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে। একারণে নির্বাচনে আমাদের অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য সদস্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

ডাকসু নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বের সুযোগ করে দিতেই মূলত সদস্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরা সফল হয়েছি। তাছাড়া গত বছর আরেকটি আন্দোলনেও সফল হয়েছি। সেটা হল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া। এসব বিবেচনা করেই ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’  ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে বলে কোটা সংস্কার আন্দোলনের এই নেতা জানান।

প্লাটফর্মটির আরেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্বাধীনতার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কিছুই করা হয়নি। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বয়স কম হলেও ছাত্র সমাজের জন্য বড় দুটি অর্জন করেছি। একটি হচ্ছে-কোটা সংস্কার এবং আরেকটি ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া।

তিনি বলেন, এদুটি বড় অর্জন এবং ছাত্র সমাজের প্রত্যাশা হলো- আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি। এজন্য ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো। এ নির্বাচনে জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর সেবা করার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

যেভাবে সদস্য হবেন: অনলাইনে গুগল ডক্সের ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। ফরমটির লিংক পেতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ