পুরোদমে চলছে ডাকসু ভবনের সংস্কার কাজ

  © টিডিসি ফটো

২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ডাকসু ভবন সংস্কার করা হচ্ছে। ভবনের সেমিনার কক্ষ, ভিপি, জিএস, এজিএসের কক্ষসহ সব কয়টি কক্ষে লাগানো হচ্ছে নতুন হার্ড বোর্ড। সভা সেমিনারের জন্য আনা হয়েছে নতুন চেয়ার।

ভিপি-জিএসের কক্ষসহ ভবনের দু’তলার ভিতরের অংশে সৌন্দর্য বর্ধনে ৪ দিন ধরে কাজ করছেন মিস্ত্রি শাহজাহান। তবে শাহজাহান যানে না এটা কিসের ভবন বা কি কাজে ব্যবহার করা হয়। তিনি শুনেছেন দীর্ঘ ২৮ বছর ধরে কক্ষগুলো অব্যবহৃত আছে। কক্ষগুলো সংস্কার করতে আর কত দিন লাগবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান আরও ৫/৬ দিন লেগে যেতে পারে ভিতরের সংস্কার কাজে।

ইতোমধ্যেই সংস্কার করা হয়েছে ডাকসু সংগ্রহশালা। পুরো কক্ষটিকে নতুন টাইলস বসানো পাশাপাশি ভিতরে রং করা হয়েছে। ঐতিহাসিক সংগ্রহশালাটি ধুয়ে মুছে আবার সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য। সংগ্রহ শালার দায়িত্বরত মো. সোহেল ইসলাম বলেন, ‘নতুন করে ডাকসু নিয়ে আলোচনা শুরু হওয়ায় সংগ্রহশালায় প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। শিক্ষার্থীদের ভিতরের নিদর্শনগুলো দেখতে নিয়মিতই আসা যাওয়া করছে।

পুরো সংস্কার কাজ তত্ত্বাবধায়ন করছেন ডাকসুর সিনিয়র পরিচালক অফিসার আবুল কালাম আজাদ। এ বিষয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশাসন থেকে এগুলো সংস্কারে জোর তাগিদ দেয়া হচ্ছে। আমাকে এখন রাতেও কাজ তত্ত্বাবধায়ন করতে হচ্ছে। ভিতরের কাজ শেষ হলে এরপর পুরো ভবন রং করা হবে। 


সর্বশেষ সংবাদ