২৯ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮

ডাকসু’র জিএস ছিলেন পাকিস্তানি ক্রিকেটার মুশতাক!

ওয়েবসাইটে ডাকসু জিএস মুশতাক আহমেদ

উইকিপিডিয়া তথ্যভাণ্ডার সমৃদ্ধ হলেও নির্ভুল নয়। বিশ্বসেরা এই তথ্যের দুনিয়ায় ভুল-বিভ্রান্তিমূলক তথ্য থাকার দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে। সবশেষ এর প্রমাণ দেখা গেল ওয়েবসাইটটির ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ পাতায়। যেখানে ডাকসু’র নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে পাকিস্তানি ক্রিকেটার ‘মুশতাক আহমেদ’কে দেখানো হয়েছে। বর্তমানে যিনি দেশটির জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।

যদিও ডাকসু নির্বাচনের জিএস’র প্রকৃত নাম হলো মুশতাক হোসেন। সাবেক ছাত্রলীগ নেতা ও ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের সঙ্গে ১৯৮৯-৯০ মেয়াদের ডাকসুর দায়িত্ব পালন করেন তিনি। শুধু মুশতাক হোসেনের নামের ক্ষেত্রেই নয়, উইকিপিডিয়া’র ওই পাতায় ডাকসুকে ‘ঢাকসু’ হিসেবেও লেখা হয়েছে।

এর আগে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মৃত বলে উল্লেখ করেছিল মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া। সেখানে জাফর ইকবালের মৃত্যু তারিখ ও স্থান হিসেবে উল্লেখ করা হয় ২৯ জুলাই, ২০১৮, বিমানবন্দর সড়ক, ঢাকা, বাংলাদেশ।

উইকিপিডিয়ায় মুহম্মদ জাফর ইকবাল

 

বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে উইকিপিডিয়ার যে কেউ তথ্য সম্পাদন করতে পারেন। সে কারণেই এই ভুল। এটা হতে পারে; তবে শুধরে নিতে হবে।’

ডাকসু সম্পর্কে উইকিপিডিয়ার অন্যসব তথ্যে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাসু)। শিক্ষার্থীদের এক টাকা চাঁদা দিয়ে এর সদস্য হওয়ার মধ্য দিয়েই যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার, ভাষার সংগ্রাম ও স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর। প্রাথমিকভাবে অরাজনৈতিক কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পায়।’