হৃদয়ের স্বপ্ন পূরণ হল

হৃদয় সরকার
হৃদয় সরকার  © ফাইল ফটো

মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসা হৃদয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির স্বপ্ন পূরণ হয়েছে।  এমনকি তাঁর পছন্দের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। বুধবার বিকালে হৃদয় নিজেই এ তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়- আজ (বুধবার) বিকাল ৩টায় ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক প্রতিবন্ধী কোটার শিক্ষার্থীদের সাথে কলা অনুষদের ডিন অফিসে উপস্থিত থাকতে। সকালেই মা-বাবাকে নিয়ে ঢাকায় এসেছি। ডিন অফিসে হাজির হলে আমাকে ডাকা হয় এবং বলা হয়- আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির সুযোগ পেয়েছি।

হৃদয় বলেন, আমি অসম্ভব খুশি। কারণ এই বিভাগে ভর্তি হলে আমার টার্গেট পূরণ হবে। আমি এই বিভাগেই পড়তে চেয়েছিলাম। আজ আমার স্বপ্নের আরেকটু কাছাকাছি এগিয়ে গেলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, পুরো দেশবাসীর কাছেই কৃতজ্ঞ। আমার জন্য পুরো দেশবাসীর কাছে দোয়া চাই। 

সাংবাদিকদের সঙ্গে কথা হয় হৃদয়ের মা সীমা সরকারের। তিনি বলেন, ‘প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তারপর পছন্দের বিষয়ে সুযোগ পাওয়া— আমার এতদিনের সব কষ্ট আজ দূর হয়ে গেল।’ তিনি বলেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এখনকার মতোই সবসময় ওর পাশে থাকবেন, এটুকুই কামনা আমার।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের অন্তর্ভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন নেত্রকোনার হৃদয় সরকার। ‘সেরিব্রাল পালসি’তে আক্রান্ত হৃদয় এসেছিলেন মায়ের কোলে চড়ে। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ভর্তি পরীক্ষায় পাস করে হৃদয় মেধাক্রম পান ৩৭৪০। কিন্তু মেধাক্রমে থেকেও হৃদয় সরকারকে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি নিতে চায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিয়ম অনুযায়ী- দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্যই কেবল প্রতিবন্ধী কোটা বরাদ্দ আছে। এর বাইরে অন্য কোনো শারীরিক প্রতিবন্ধীর জন্য ঢাবিতে কোনো কোটা দেওয়া হয় না।  বিশেষজ্ঞরা বলেন, সেরিব্রাল পালসি একটি প্রতিবন্ধীতা এবং হৃদয় সরকারকে ভর্তি না করা বিশ্ববিদ্যালয়ের জন্য শাস্তিযোগ্য অপরাধ। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত বদলায় এবং ভর্তি করে নেয় হৃদয় সরকারকে।

উল্লেখ্য, সেরিব্রাল পালসিতে আক্রান্ত হৃদয় সরকারকে নিয়ে যুদ্ধের জন্য বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী মায়ের তালিকায় আসন করে নেন হৃদয়ের মা সীমা সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরর করা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় ৮১তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের হৃদয় সরকারের মা সীমা সরকারের নাম। বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী বিভিন্ন ক্ষেত্রে প্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence