সপ্তাহ না ঘুরতেই ঢাবির আরেক ছাত্রের আত্মহত্যা

হুজাইফা রশিদ
হুজাইফা রশিদ

সপ্তাহ না ঘুরতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বেছে নিল আত্মহত্যার পথ। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের ওই শিক্ষার্থীর নাম হুজাইফা রশিদ। বৃহস্পতিবার দুপুরে টঙ্গিতে নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে থাকাবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।

জানা যায়, ‘দীর্ঘদিন ধরেই হুজাইফা তার একাডেমিক বিষয় নিয়ে হতাশ ছিলেন। অনেক বুঝানো হলেও তিনি হঠাৎ করে আজ দুপুরে আত্মহত্যা করেন’। আত্মীয় সূত্রের তথ্য, রাতেই হুজাইফার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম ড. গোলাম রব্বানী রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি বিষয়টি শুনেছি। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা।”

চলতি বছর এ পর্যন্ত নানা কারণে ঢাবির অন্তত আট শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে গত কয়েকদিনেই আত্মহত্যা করেছেন তিন ছাত্রী। যাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মেহের নিগার দানি ১৬ নভেম্বর দুপুরে যশোরের নিজ বাড়িতে আত্মহত্যা করেন। দানির আত্মহত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তারও আগে ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহমিদা রেজা সিলভি আত্মহত্যা করেন। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। সিলভির অপ্রত্যাশিত মৃত্যুর শোক যেতে না যেতেই ১৪ নভেম্বর রাত ১০টার দিকে আত্মহত্যা করেন ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লায়লা আঞ্জুমান ইভা। ইভার মৃত্যুর পরের দিনই অর্থাৎ ১৫ নভেম্বর রাতে আত্মহত্যার চেষ্টা করেন ঢাবির আরেক ছাত্র। তবে বন্ধু ও হলের অন্য শিক্ষার্থীদের তৎপরতায় সৌভাগ্যক্রমে বেঁচে যান ওই শিক্ষার্থী। ওই তিন ছাত্রীর পর সর্বশেষ আজ বৃহস্পতিবার এই সারিতে নাম লেখালো হুজাইফা রশিদ।


সর্বশেষ সংবাদ