ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে নবজাতক উদ্ধার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৫৭ PM , আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কার্জন হলের সামনে থেকে একদিন বয়সী এক নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম কার্জন হলের সামনে রাখা বিটিআরসি বাসের নিচ থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে।
জানা যায়, কার্জন হলের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে বাচ্চাটিতে কে বা কারা রেখে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু বিভাগে বাচ্চাটিকে রাখা হয়েছে।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম বাচ্চাটাকে উদ্ধার করে। আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তারা বাচ্চার পরিবারকে খুঁজে বের করে পরবর্তি ব্যবস্থা নেবে।