ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০ মিনিটে বাইক উধাও
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ফের বাইক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী টিএসসি ভবনের সামনের খোলা স্থানে বাইক রেখে ভবনটিতে প্রবেশ করেন। এর ২০ মিনিট পর ফিরে এসে দেখেন তার বাইক নেই। নানাভাবে খুঁজেও তিনি বাইকটি উদ্ধার করতে পারেননি।
বাইক হারানো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক হাসান শিমুল। তিনি দর্শন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বর্তমানে সময় টেলিভেশনে স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি এ বিষয়ে বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নম্বর ১১৭। আর চুরি হওয়া বাইকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-২৭-৪১০০।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি শুনেছি। পুলিশের সাথে সমন্বয় করে আমরা গোপন সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে ব্যবস্থা নেব।
এর আগেও ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে বাইক চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলোতেও চুরি হওয়া বাইক উদ্ধার কিংবা দোষীদের এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।