৩১ অক্টোবর ২০১৮, ২০:২২

ছাড়া পেলেন মাদক সেবনের অভিযোগে আটক ছাত্রলীগের দুই নেতা

রমজান ও রাজু  © সংগৃহীত

অভিযোগ দায়ের না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি উসীম উদ্দীন হল থেকে মাদক সেবনের অভিযোগে আটক দুই ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।  যদিও একই ঘটনায় আটক কর্মচারীর বিরেুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্ততি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ছাত্রলীগ নেতাদের ছেড়ে দেয়ার বিষয়টি স্বীকার করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।  দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আটককৃতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় বা অন্যকেউ কোন অভিযোগ দেয়নি।  সে কারণে প্রক্টর অফিসের সদস্যরা এসে তাদের (২ জন ছাত্রলীগ নেতা) নিয়ে গেছে।  আর বাকি একজনের (কর্মচারী) বিরুদ্ধে অভিযোগ না পেলে কাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের ৩২১ নং কক্ষ থেকে মাদক সেবনের দায়ে আটক করা হয় তিনজনকে। আটককৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাজু, কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ হলের কর্মচারী সুমন লাল দে।

আটক দুই ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার বিষয়ে জানতে কোন মন্তব্য করতে রাজি হননি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ।  তিনি বলেন, তাদেরকে থানায় দিয়েছি।  বাকিটাতো আমি জানি না।

আটক কর্মচারী সুমন লাল দের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।  তিনি বলেন, থানায় প্রক্টরিয়াল টিমকে পাঠানো হয়েছিল। তারা জানিয়েছে যে, তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করে দুই জনের (ছাত্রলীগ) বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ এবং সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, যেটার ভিত্তিতে তাৎক্ষণিক মামলা করা যায়।  তাই তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  আর কর্মচারীর বিরুদ্ধে আগে থেকেই এ ধরনের অভিযোগ ছিল।  তার চাকরিও বরখাস্তের পর্যায়ে রয়েছে।