আখতারকে ফুলেল শুভেচ্ছা জানাল কোটা আন্দোলনের নেতারা

আকতারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে কোটা আন্দোলনের নেতা  হাসান আল মামুন, সোহরাব এবং বেলালী।
আকতারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন, সোহরাব এবং বেলালী।  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতের অভিযোগ ওঠায় পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে অনশনকারী আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, সোহরাব এবং বেলালী।

গত ১২ অক্টোবর ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা শুরুর ঘন্টাখানেক আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও পরে তা আমলে নেয়নি প্রশাসন।

তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ পরীক্ষা বাতিল করে তা পুনরায় নেয়ার দাবি জানায়। এরই মধ্যে প্রশাসন থেকে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করলেও তাতেও প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়। এসবের পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার ফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে ১৮ হাজার ৪০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এদিকে, এ পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়াসহ চার দফা দাবিতে ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আখতার হোসেন। তার এ কর্মসূচিতে সমর্থন জানান ছাত্রলীগ, ছাত্রদলসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলো। অনশনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় তাকে। এরপর দীর্ঘ ৫৪ ঘন্টা পরে চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙেন তিনি।

অবশেষে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৮ হাজার ৪০০ জন শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


সর্বশেষ সংবাদ