ডিআইইউতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের আয়োজনে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে ‘যুক্তিতর্ক কয়দিন, ভালোবাসা চিরদিন’ শীর্ষক এ আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক এই রম্য বিতর্কে সাতজন প্রতিনিধি বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্ব করেন। যশোরের পক্ষে মেহেদি হাসান, নোয়াখালির পক্ষে ইশিতা তাসনিন, সিলেটের পক্ষে সাইফুল, চট্টগ্রামের পক্ষে মাসউদ আহমেদ, পুরান ঢাকার পক্ষে আবির আহমেদ, রংপুরের পক্ষে হুমায়ুন এবং বরিশালের পক্ষে তাহিরা ইয়াশা।
বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ জেলাকে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এ সময় প্রশ্ন ও তর্কে বিভিন্ন পেশার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চলকে তুলে ধরেন।
আরও পড়ুন: টিআইবির আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান মামুন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সজিব হাসান ও মাফিয়া আক্তার মাফিন। এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।