১৭ মার্চ ২০১৯, ২১:২৫

জাতীয় টেলিভিশন বিতর্কে বেরোবিকে হারিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়

  © টিডিসি ফটো

২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) হারিয়ে জয় লাভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। প্রতিযোগিতায়’র ১ম পর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ২য় পর্ব নিশ্চিত করেছে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। দলের সর্বাত্মক সহযোগিতায় ছিলেন শিক্ষক সাদিক হাসান শুভ।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির বিতার্কিক হিসেবে ছিলেন ফিরোজ আহমেদ (দলনেতা), মো. রাশেদ খান ও শফিকুল আলম বাপ্পী।

বিতর্কের বিষয় হিসেবে ছিল ‘পর্যাপ্ত উৎপাদন নয় বরং সুষম বণ্টনই পারে জনকল্যাণ নিশ্চিত করতে’। এই বিষয়ের পক্ষে বিতর্কে যুক্তি উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  এবং বিপক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যথাযথ যুক্তি উপস্থাপন করে বিপক্ষ দল বিজয় লাভ করে।