সংবাদ উপস্থাপনায় শিশু প্রতিযোগিতা, শীর্ষ তিনজন পাবেন ট্রফিসহ ৮ লক্ষাধিক টাকা
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অধীনস্থ আইসেস্কো (ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) অনারব শিশুদের জন্য আইসেস্কো ইয়ং অ্যাঙ্কর প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আইসেস্কো আয়োজিত এই প্রতিযোগিতায় ১২ বছর বা তার কম বয়সী শিশুরা অংশ নিতে পারবে। প্রতিযোগীদের জাতীয়, খেলা ও আবহাওয়ার সংবাদসহ সংবাদ প্রতিবেদন উপস্থাপন করতে হবে। অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী তিনজন পাবেন ট্রফি, সনদসহ মোট ৭ হাজার ডলার। প্রথম স্থান অধিকারী পাবেন ৪ হাজার, দ্বিতীয় ২ হাজার এবং তৃতীয়জন পাবেন ১ হাজার ডলার।
আবেদনের শর্ত
*অনারব পাসপোর্স থাকতে হবে;
*বয়স হতে হবে ১২ বছর বা তার চেয়ে কম;
*অংশগ্রহণকারী ও তার অভিভাবকের পাসপোর্টের কপি পাঠাতে হবে;
আরও পড়ুন: এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরালে গবেষণা বৃত্তি দিচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
প্রতিযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ
*আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৪;
*বিজয়ীদের নাম ঘোষণা: নভেম্বর ২০২৪;
আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।