ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০২:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ০৩:১০ PM
শোকাবহ আগষ্ট মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ডিবেটিং ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় হল অডিটরিয়ামে এ আলোচনা সভা ও প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন এসএমডিসির সাবেক মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সাব্বির রহমান, এসডিসির বর্তমান মডারেটর মোঃ আশরাফুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল, ডিইউডিএস এর সভাপতি এসএম রাকিব সিরাজী, আবদুল্লাহ আল মুতি আসাদ প্রমুখ।
বক্তারা তাদের স্মৃতিচারণে বলেন, বঙ্গবন্ধু এসএম হলের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালও অত্র হলের হয়ে ডিবেট করতেন।
এ সময়ে বক্তারা হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অথিতিরা এসএমডিসির নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ বিন আকিল নোমান ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সোহেল এর কাছে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করে।