জাতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

আনন্দমোহনকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ বিতর্ক দল। মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) ঢাকার নটর ডেম কলেজ কেন্দ্রে চূড়ান্ত পর্বের বিতর্কে ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ। 

 রাজশাহী কলেজের চ্যাম্পিয়ন দলের সদস্যের মধ্যে ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, ছাব্বির আহমেদ বিশ্বাস ও হারুন অর রশিদ। 

এ বিতর্ক প্রতিযোগিতায় শুরুতে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে ধারাবাহিক ভাবে নির্বচিত হয়ে ৮টি দল চূড়ান্ত পর্বের অংশ গ্রহন করে। মোট ৩টি পর্বের প্রতিটাই ছিল নক-আউট পর্ব। ফাইনালসহ ৩ পর্বের শ্রেষ্ঠ  বক্তা হিসেবে নির্বাচিত হন রাজশাহী কলেজ বিতর্ক দলের সুমাইয়া আনোয়ার পূর্ণা।

চ্যাম্পিয়ন দলের  সদস্য  ছাব্বির আহমেদ বিশ্বাস অনুভূতি প্রকাশ করে বলেন, বিতর্ক ভালোবাসার বিষয় তারমধ্যে চ্যাম্পিয়ন হতে পারা-আরো আনন্দের। অনেক বেশি আবেগ আর ভালোলাগার সংমিশ্রণ।


সর্বশেষ সংবাদ