আবরারকে হত্যার ফুটেজ প্রকাশ (ভিডিও)

  © টিডিসি ফটো

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় গত ১৯ মার্চ বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার সময়কার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছেে। এতে ওই সময়কার হৃদয় বিদারক দৃশ্য ফুটে উঠেছে।

একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বাসটি আবরারকে চাপা কিছুটা সামনে টেনে নিয়ে যায়। এসময় সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাসটি। পরক্ষণেই সেখানে আবরারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ও পুলিশ সেখানে ছুটে যান।

তারা সবাই মিলে বাসটিও আটক করে। অবশ্য দুর্ঘটনার পর রাস্তায় বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় আবরারকে।

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় গত ১৯ মার্চ সকালে সু-প্রভাত বাসের চাপায় মারা যান আবরার আহমেদ চৌধুরী। পরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আবরার হত্যার কঠোর বিচারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এছাড়া দুর্ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

তবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরারের সঙ্গে থাকা ব্যাগটির হদিস এখনো পাওয়া যায়নি। তাতে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।


সর্বশেষ সংবাদ