১০ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯

ধর্ম অবমাননার মামলা ছাত্রলীগ কর্মীর, গ্রেপ্তার প্রীতম দাশ

প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ  © সংগৃহীত

পাকিস্তানের দুর্দশা নিয়ে লেখক সাদত হোসেন মান্টোর উক্তি ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভুঁইয়া। সে মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের একটি বাড়ি থেকে তাকে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ সেপ্টেম্বর মামলাটি করেন মাহবুব। পাকিস্তানের লেখক মান্টোর উক্তি গত ৮ জুলাই ফেসবুকে পোস্ট করেন প্রীতম। এর আগের দিন ৭ জুলাই সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে ওই উদ্ধৃতি ব্যবহার করেন।

আরো পড়ুন: ঊর্মির চার বছরের প্রেমের সংসার শেষ জীবনের বিনিময়ে

সেই লেখার কারণে প্রীতমের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন। তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পোস্টটি ভাইরাল হলে শ্রীমঙ্গলে উত্তেজনা ছড়ায়। গত ৩১ আগস্ট প্রীতম দাশকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ‘শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা’। এরপর প্রীতম আত্মগোপনে চলে যান।

চা শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে বলে এর আগে দাবি করেছিলেন প্রীতম।