০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪

বিয়েতে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন!

হেলাল উদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের বিয়েতে রাজি না হওয়ায় খুন হয়েছে বেলাল হোসেন (৬০)। বয়স কম, এ নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের হাতেই খুন হতে হয় তাকে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মো. বেলাল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে বেলাল পরিবার নিয়ে ভাটিয়ারির হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল করিম বলেন, পারিবারিক কলহ নিয়ে বেলাল হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে হেলাল উদ্দিনের। এ সময় ছেলের হাতে একটি চাকু ছিল। এটি দিয়ে বাবাকে আঘাত করে সে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বেলাল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছেলে হেলালের বয়স ১৮ বছর। তার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। তাই ওই মেয়েকে বিয়ে করতে চায় হেলাল। কিন্তু বেলাল ছেলেকে বলেন, এখন কীসের বিয়ে, বিয়ের বয়স হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির জেরেই এ খুনের ঘটনা ঘটে।