০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭
রাজধানীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
রাজধানীর সায়েদাবাদ দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, মাসুমদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। তার বাবার নাম রেজাউল করিম। পরিবারটি সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।