গেম খেলায় বাবার বকাবকি, ছাত্রের ঝুলন্ত লাশ মিলল আমগাছে
ফরিদপুরের বোয়ালমারীতে বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে ওই গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে গেমস খেলে। তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করায় অভিমানে ঘরের সামনের আম গাছের ডালে গলায় ওড়না পেঁচফাঁস নেয়। পরিবারের সদস্যরা তাকে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
আরো পড়ুন: ঢাবি ছাত্রী এলমার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগপত্র গ্রহণ
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, বিনয় মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করেছিল। সকালে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।