ক্লাস চলাকালেই ছাত্রীর হাত ধরে টানাটানি যুবকের, অতপর...

দণ্ডপ্রাপ্ত যুবক হাফিজুল ইসলাম
দণ্ডপ্রাপ্ত যুবক হাফিজুল ইসলাম  © সংগৃহীত

ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি ও উত্ত্যক্ত করছিলেন হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবক। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (১৪ আগস্ট) বিকেলে তাকে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এ দণ্ড দেন।

হাফিজুল ইসলাম উপজেলার সড়াতৈল দক্ষিণপাড়ার মো. বাবু মিয়ার ছেলে। দুপুরের দিকে উপজেলার একটি স্কুলের ক্লাসরুম ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও হাত ধরে টানাটানি করায় তাকে আটক করা হয়।

আরো পড়ুন: মুখ খুলতে বলেছিলেন তিন হিজাবধারী ছাত্রীর, ৭ মিনিটে বরখাস্ত শিক্ষক

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ হাসান অনিক বলেন, দুপুরে ক্লাসরুমে ঢুকে ছাত্রীর হাত ধরে টানাটানি করেন হাফিজুল। পরে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষক তাকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিই।

বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ