মতিঝিলে ফ্যানে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর নিথর দেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৮:১০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২২, ০৮:১০ AM
রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনির একটি বাসা থেকে ঐশী ভৌমিক (১৫) নামের এক স্কুলছাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐশী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঐশী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুবল চন্দ্র ভৌমিকের মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে মেঝো। রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার।
বাবা ব্যবসায়ী সুবল চন্দ্র জানান, ঐশীকে সাড়ে ৯টার দিকে মা খাবার খেতে বলেন। তখন সে মাকে জানায়, গোসল করে খাবার খাবে। এ কথা বলে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় ডাকাডাকি শুরু করেন। তবে কোনও শব্দ পাচ্ছিলেন না।
আরো পড়ুন: নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার: প্রেমিক গ্রেপ্তার
পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে গলায় ফাঁস দিতে পারে, সে বিষয়ে কিছুই জানাতে পারেনি স্বজনরা। তার কিছুটা মানসিক সমস্যা ছিল বলে তাদের দাবি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।